দেশের ইতিহাসের বোধয় এটাই সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ড !
আজ বিকালের দিকে কক্সবাজারস্ত উখিয়ার রোহিঙা শরনার্থী ক্যাম্পে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তেই আগুন ছড়িয়ে যায় এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে। আগুন এখনও জ্বলছে, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, কিন্তু এখনো নিয়ন্ত্রনে আসছেনা আগুন।
রোহিঙ্গাদের নামমাত্র আশ্রয়স্থল, কয়েকটি সংস্থার হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামো আগুনে পুড়ে একাকার হয়ে গেছে। এখন পর্যন্ত মৃত্যুর খবর শোনা যায়নি। তবে বাচ্চাদের নিয়ে সংশয় আছে।
ক্যাম্পগুলোতে পানির স্বল্পতা, রোহিঙ্গাগাদের ঘরগুলো বাঁশের তৈরী, এদিকে আবহাওয়াও তীব্র গরম গতকয়েকদিন। আবার প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে গ্যাস সিলিন্ডার। তাই তো আগুনের ভয়াবহতা কমছেনা।
আশ্চর্যের বিষয় হল টিভিতে অনেক্ষন যাবত বিভিন্ন চ্যানেল দেখছি আর পাল্টাচ্ছি, শুধু সময় টিভিতে ২ মিনিটের একটা লাইভ দেখলাম। এছাড়া আর কোন নিউজে ব্রেকিং নিউজ কিংবা সংবাদ শিরোনামেও এই খবরটা প্রচার করতে দেখছিনা। অথচ এই অগ্নিকান্ড দেশের ইতিহাসের ভয়াবহ একটি অগ্নিকান্ড।
0 Comments