নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চরম লজ্জার হার দেখেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে ৮ উইকেটের বড় হার দেখেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ওই ম্যাচ হারের পর তামিম বলেন, ‘’আমাদের অনেকগুলো বাজে আউট হয়েছে। এভাবে ব্যাটিং করে আসলে গর্ববোধ করার মত কিছুই থাকে না। এই ম্যাচে আমরা ভুলগুলো খুঁজে পেয়েছি। আশা করি পরের ম্যাচে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। আমাদের কয়েকদিনের প্রস্তুতি ছিল। এখানের কন্ডিশনকে নতুন বলার কোনো সুযোগ নেই আমাদের। নিউজিল্যান্ডে আমরা এর আগেও এসেছি। আমরা পরের ম্যাচে ভালো কিছুর প্রত্যাশাই করছি। এই কন্ডিশনে বোলিং করা সহজ ছিল না, তবে তারা আলো বল করেছে।‘’
ইনজুরিতে পড়ার কারনে তামিম ইকবালকে নিয়ে প্রথম ম্যাচে শঙ্কা থাকলেও তিনি এদিন তিনি মাঠে নামেন। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এই টাইগার অধিনায়ক। ১৫ বল মোকাবেলায় মাত্র ১৩ রান আসে তার ব্যাট থেকে।
পজিশন বদলে ৩ নম্বরে সৌম্য সরকারকে ব্যাটিং করালে তিনিও ছিলেন চরম ব্যর্থ। কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে অবশ্য সেই পুরনো মুশফিকুর রহিম ও ন্মাহমুদউল্লাহ রিয়াদই চেষ্টা চালিয়ে গিয়েছিলেন কিছুদূর।
জবাবে খেলতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই নিউজিল্যান্ড দল জয়ের বন্দরে পৌঁছে যায় খুব সহজেই। বাংলাদেশ দলের পক্ষে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ নিয়েছিলেন ১টি করে উইকেট মাত্র।
0 Comments