আজ থেকে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লিগ এর প্রথম রাউন্ডের খেলা। চারটি ভিন্ন ভেন্যুতে দুই স্তরে (১ ও ২) ৮ দল নেমেছে মাঠে। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট ফেরার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল কায়েস, সাইফ হাসানরা।
দিনের তৃতীয় ভেন্যুতে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই স্বাগতিক বরিশাল বিভাগীয় দল। ১৩০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বসে ফজলে মাহমুদ রাব্বির দল। ওপেন করতে নেমে ৪৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। ১৩৪ বল স্থায়ী ইনিংসে আশরাফুল হাঁকান ৬ বাউন্ডারি।প্রতিবেদন লেখার সময় বরিশাল বিভাগীয় দলের সংগ্রহ ৬ উইকেটে ১৯৯ রান। ২৪ বলে ৪২ রান করে অপরাজিত সোহাগ গাজী, ২৬ রান নিয়ে ব্যাট করছেন আবু সায়েম চৌধুরী।
0 Comments