চার ভাইবোনের ভেতর ও নাকি সবচেয়ে লক্ষ্মী
দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন সিনেমা ‘অলাতচক্র’। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন হাবিবুর রহমান। কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ও একই নামে নির্মিত এই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এই ছবি, ভারতীয় ছবিতে নিজের কাজসহ নানা প্রসঙ্গে কথা বললেন জয়া। বাড়িতে কোথায় আর সময় কাটছে! জয়াঃ সময়ই তো পাচ্ছি না। নিজেকে দেওয়ার জন্য সময়টা বের করতে পারছি কোথায়? এই কাজ, সেই কাজ। যেটুকু সময় বাড়িতে থাকি, পরিবারের সঙ্গে কাটাই। ক্লিওর (পোষ্য কুকুর) সঙ্গে কাটাই। বাড়িতে থাকলে ও আমার আশপাশে ঘুরঘুর করে। আমি যখন সিনেমা দেখি, ও পাশে এসে বসে, একটু যন্ত্রণা করে। তবে আমার মা বলে, আমাদের চার ভাইবোনের ভেতর (ক্লিওকে ছোট বোন ধরে) ও নাকি সবচেয়ে লক্ষ্মী। |
0 Comments