সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মালিককে হত্যার দায়ে মোরগ থানায়


নিষিদ্ধ হলেও স্থানীয়দের কাছে প্রিয় একটি খেলা মোরগ লড়াই। সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের কয়েকজন মিলে এই খেলার আয়োজন করে। আয়োজকদের একজন মোরগের দ্বারা আহত হন। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।






স্থানীয় থানার কর্মকর্তা বি জীবন এএফপি-কে জানান, বে-আইনি হলেও প্রায়ই এই ধরনের মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়। সম্প্রতি যে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়েছে, সেখানে মোরগের পায়ে ধারালো চাকু ছিল। মোরগটি পালিয়ে যাওয়ার সময় এটিকে ধরার চেষ্টা করলে এর পায়ে থাকা চাকুর আঘাতেই এর মালিক আহত ও পরবর্তীতে নিহত হন। ১৬ জন আয়োজকের মধ্যে তিনিও একজন ছিলেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বাকি ১৫ জন আয়োজককে খুঁজছি। তাদের বিরুদ্ধে হত্যা, বে-আইনি বাজি ও মোরগ লড়াই আয়োজনের দায়ে মামলা দায়ের হবে।’

Post a Comment

0 Comments