মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথিদের আগমনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। আহতদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
0 Comments