আজ কয়েক দিন ক্রিকেট পাড়ার গুনজন ছিলো যে সাকিব আল হাসান আই পি এল লিগ খেলার জন্য জাতীয় দলের হয়ে খেলতে চাচ্ছেন নাহ কিন্তু সম্প্রিতি তার দেয়া চিঠিটা সংবাদ মাধ্যমের কাছে আসলে উত্তেজনা ছড়ি পরে পুরো দেশে। চলুন দেখা যাক কি ছিলো সেই চিঠিতে।
কি ছিলো বিসিবির কাছে দেওয়া সাকিবের সেই চিঠিতে, দেখে নিন এক নজরে 👇
বরাবর,
প্রধান নির্বাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা।
বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
আমি, সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে, আইপিএল যখন হবে, বিসিবি একই সময়ে শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে।
সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
সাকিব আল হাসান
ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
তাহলে বিসিবি কি সাকিব কে হেয় করতে চেয়েছিলেন, নাকি চেয়েছিলেন অন্যকিছু।
#Bdnews247
0 Comments